নূর হোসেন সৌরভ (২৪)। একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য গাঁজা সরবারহ করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র সদস্যরা জানতে পারে নূর হোসেন সৌরভ গাঁজা নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকা অভিমুখে আসছে।
এ সংবাদে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই গাঁজাসহ নূর হোসেন সৌরভকে গ্রেপ্তার করা হয়।
এবং মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারটিও জব্দ করে। গ্রেপ্তারকৃত নূর হোসেন সৌরভ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সোনাপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।