নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১মার্চ) দুপুর ১২টার দিকে গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুপুরে হঠাৎ করেই সিদ্ধিরগঞ্জের দু’টি ঝুটের গোডাউনে আগুন লাগে। গোডাউন দু’টি ওই এলাকার লিটন মিয়া ও মাহবুবের। তারা দু’জন সহোদর। প্রথমে লিটন মিয়ার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরে মুহূর্তেই তার ভাই মাহবুবের গোডাউনেও লেগে যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর আড়াই টারদিকে আদমজী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।