নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সৈয়দপুর চৌধুরী বাড়ী এলাকা হতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সামাউল হোসেন ওরফে সামা (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১১,সিপিসি-৩। বৃহস্পতিবার (১০ মার্চ) র্যাব-১১,সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের সৈয়দপুর চৌধুরী বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সামাউল হোসেন ওরফে সামা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর পশ্চিম পাড়া এলাকার মোঃ শমসের মন্ডল ওরফে টগর ওরফে টগরার ছেলে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১, সিপিসি-৩ এর উপ-পরিচালক একে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।